Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যক্রম

উপপরিচালক, স্থানীয় সরকার

 

·          স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সকল পৌরসভা (২য় ও ৩য় শ্রেনীর), জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন সংস্থা ও প্রকল্পের কার্যক্রম পরিদর্শন, সমন্বয় ও তদারকিকরণ।

·          স্থানীয় সরকার বিভাগের আওতায় প্রত্যক্ষভাবে বাস্তবায়নাধীন প্রকল্পের তদারকি ও মনিটরিং করা।

·          এলজিএসপি-২ প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা।

·          স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা ও অন্যান্য সংস্থার উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও মনিটরিং এবং এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন প্রেরণ।

·          ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র পরিদর্শন, মনিটরিং এবং উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও বিভিন্ন পর্যায়ে সহায়তা প্রদান।

 

জেলা সহায়ক (ডিএফ)

 

·          ইউনিয়ন পরিষদ পরিদর্শন, মনিটরিং ও মূল্যায়ন করা।;

·          দ্বিতীয় এলজিএসপি বাসত্মবায়নে নির্দিষ্ট দায়িতব পালনের জন্য উপপরিচালক স্থানীয় সরকার, বিজিসিসি ও ইউনিয়ন পরিষদকে জেলা সহায়ক (ডিএফ) সহায়তা প্রদান করবেন;

·          উপপরিচালক স্থানীয় সরকার এবং উপজেলা নির্বাহী অফিসারগণকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মনিটরিং ও তদারকি কাজেসহায়তা প্রদান করবেন;

·           দ্বিতীয় এলজিএসপি বাসত্মবায়নের অগ্রগতি পর্যালোচনার জন্য জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠানে উপপরিচালক স্থানীয় সরকারকে সহায়তা প্রদান করবেন;

·          উপজেলা রিসোর্স টিম কর্তৃক প্রদত্ত প্রশিক্ষণ কাজেগুণগতমান নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ রিফ্রেশার প্রশিক্ষণ আয়োজন এবং পারস্পরিক শিখন কাজেসহায়তা প্রদান করবেন;

·           দ্বিতীয় এলজিএসপি বাসত্মবায়নের ত্রুটিসমূহ চিহ্নিতকরণ এবং তা সংশোধনে ইউনিয়ন পরিষদকে পরামর্শ প্রদান করবেন;

·          ইউনিয়ন পরিষদের ষান্মাসিক প্রতিবেদন স্থানীয় সরকার বিভাগে যথাসময়ে প্রেরণ নিশ্চিতকরণ।