Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লাইব্রেরি শাখা
নাগরিক সেবা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

১। লাইব্রেরীর বই, গেজেট, ডি.এস.আর, পত্রিকা সংরক্ষণ।

২। বই ক্রয় সংক্রান্ত।

অত্রাফিসের সকল কর্মকর্তা/ কর্মচরীদের এবং অত্র জেলা ও উপজেলার সকল কর্মকর্তাদের নিকট বই বিতরণ।

১৫(পনের) দিন

কর্মকর্তা/ কর্মচারীদের নিদিষ্ট সময়ে বই জমা প্রদান করে পুনরায় গ্রহণ রতে পারবেন।


চলতি প্রকল্পসমূহ

0


কার্যক্রম

১। লাইব্রেরি শাখায় সংরক্ষিত আইন, ধমীর্য় এবং অন্যান্য বইসমূহ চাহিবামাত্র ইস্যু করা হয়
২। সংরক্ষিত গেজেট চাহিদা অনুযায়ী দেখানো হয়
৩। লাইব্রেরি সংরক্ষিত ডি, এল, আর এবং  রিপোর্ট চাহিদা অনুযায়ী ইস্যু করা হয়
৪। দৈনিক পত্রিকাসমূহ পড়ার উপযোগী করে লাইব্রেরী সাজিয়ে রাখা হয়
৫। লাইব্রেরী সংক্রান্ত সরকারী আদেশ, নিদের্শ, পত্র ইত্যাদি যথাযথভাবে সংরক্ষণ ও কায়র্ক্রম গ্রহণ করা হয়


যোগাযোগ

জেলা প্রশাসকের কার্যালয়, মুন্সীগঞ্জ


অন্যান্য

0


ভারপ্রাপ্ত কর্মকর্তা