মুন্সিগঞ্জে অসহায় বাবার ডাস্টবিনের ময়লা খেয়ে বেঁচে থাকা শিরোনামে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে খবর প্রকাশ হওয়ার পর জেলা প্রশাসক জনাব মোঃ সাইফুল হাসান বাদল বিষয়টি গুরুত্বসহকারে নেন। তিনি জেলা প্রশাসক সম্মেলন এবং ইনোভেশন সামিটে অংশগ্রহণের জন্য ঢাকাতে অবস্থান করায় তাৎক্ষণিকভাবে মোহাঃ হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) কে টেলিফোনে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই সাথে বৃদ্ধকে খুঁজে বের করে তার চিকিৎসাসহ সব ধরনের দায়িত্ব ভার নেওয়ার ঘোষণা প্রদান করেন।
জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় শুক্রবার বিকাল থেকে বৃদ্ধের খোঁজ শুরু করেন। তিনি হাসপাতালে ছুটে যান এবং বৃদ্ধের ব্যাপারে হাসপাতালের স্টাফ মাসুদ এর সাথে আলাপ করেন। বৃদ্ধকে বিকালে খুঁজে না পেয়ে তিনি সাংবাদিকবৃন্দের সহযোগিতা আহ্বান করেন। এরপর খবর ছড়িয়ে পড়লে রাত ১০টার দিকে পুনরায় হাসপাতালের বেডে কে বা কারা আবার বৃদ্ধকে রেখে যান। বৃদ্ধকে উদ্ধারের সংবাদ পেয়ে মোহাঃ হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি), আসিফ আনাম সিদ্দিকী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তানভির হাসান, জেলা প্রতিনিধি, দৈনিক প্রথমআলো, জাতীয় অনলাইন প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক এম.এম রহমান ছুটে যান হাসপাতালে। জেলা প্রশাসন, মুন্সিগঞ্জের পক্ষ থেকে বৃদ্ধের চিকিৎসা এবং পুনর্বসনসহ সব ধরনের দায়িত্ব ভার বহন করার আশ্বাস দেন মোহাঃ হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক। দুধ ও জুস খাওয়ার জন্য নগদ টাকা প্রদান করে হাসপাতালের ডিউটিরত ডাক্তারকে বৃদ্ধের সু-চিকিৎসা প্রদান করার অনুরোধ করেন তিনি।
বৃদ্ধ লোকটি স্পষ্ট কথা বলতে পারছিলেন না। ইসারা ইঙ্গিতে এবং উপস্থিত জনতার কাছ থেকে জানা যায় তার নাম বারেক, বয়স- আনুমানিক ৯০।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS